বঙ্গবন্ধু সাংবাদিক ফোরামের আনন্দ সভা
সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী
লন্ডন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সংস্থাটির মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় যুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।
জাতির জনকের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় বঙ্গবন্ধু লেখক – সাংবাদিক ফোরাম গ্রেটার লন্ডন শাখা বুধবার এক আলোচনা ও আনন্দ উৎসবের আয়োজন করে। পূর্ব লন্ডনের মক্কাগ্রীল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে একে অন্যকে মিষ্টি মুখ করান বঙ্গবন্ধু লেখক – সাংবাদিক ফোরামের যুক্তরাজ্য ও লন্ডন শাখার নেতৃবৃন্দ সহ আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ ।
পরে বঙ্গবন্ধু লেখক – সাংবাদিক ফোরাম গ্রেটার লন্ডন শাখার সভাপতি বাতিরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রহমান বেলালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক , কলামিস্ট ফোরামের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মতিয়ার রহমান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সহ – সভাপতি নাজমা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সায়াদ আহমদ সাদ, সোনার তরি’র যুগ্ম আহবায়ক ও কন্ঠশিল্পী রুমি হক, বঙ্গবন্ধু ইয়াং রাইটার্স ফোরামের সেজুতি মনসুর, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম লন্ডন শাখার সহ- সভাপতি ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, সহ -সভাপতি লেখক নূরুন্নবী আলী, সদস্য আনহার মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ রাসেল এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মধ্যে মিসবাহ মাসুম, দুলাল আহমেদ, এনামুল হক, সাইফুল আলম লিটন ও রবিউল হাসান ভূঁইয়া সহ আরো অনেকে ।
উল্লেখ্য, উনিশ শ’ একাত্তর (১৯৭১)সালে সাতই মার্চ ঢাকায় সুবিশাল রেসকোর্স ময়দানে উপস্থিত দশ লক্ষাধিক স্বাধীনতাকামী মানুষের সামনে দাঁড়িয়ে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব -কালজয়ী এ ভাষণটি দিয়েছিলেন। এ ভাষণের তেজ ধরেই বীর বাঙ্গলীরা স্বাধীনতার মরণপণ যুদ্ধে অস্ত্রহাতে ঝাঁপিয়ে পড়ে।এ ভাষণটিই বিশ্বসেরা ভাষণরূপে -এ বছর (২০১৭ সালে ) ইউনেস্কোর স্বীকৃতি পেলো।