বিজয় দিবসে স্মৃতিসৌধে যাবেন খালেদা জিয়া
শুক্রবার মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাড়ে ১০ টার দিকে শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাতে অংশ নিবেন।