ব্রিটিশ নির্বাচন’২০১৭: রোশনারার ‘ভূমিধ্বস’ বিজয়
সৈয়দ আনাস পাশা
এডিটর-ইন-চিফ, সত্যবাণী
লন্ডন: ‘ভূমিধ্বস’ বিজয় নিয়ে তৃতীয়বারের মত এমপি হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী রোশনারা আলী। স্থানীয় সময় ভোড় ৫টায় রিটার্নিং অফিসার রোশনারাকে বিজয়ী ঘোষণা করে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও বো’র ফলাফল ঘোষণা করেন। কনজারভেটিভ দলীয় নিকটতম প্রার্থীকে ৩৫হাজার ৩শ ৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করে ভূমিধ্বস বিজয় ছিনিয়ে আনেন রোশনারা। তাঁর প্রাপ্ত ভোট ৪২হাজার ৯শ ৬৯। নিকটতম কনজারভেটিভ দলীয় প্রার্থী এলেকের প্রাপ্ত ভোট ৭হাজার ৫শ ৭৬।