অ্যাজমা সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পুরনো অ্যাজমা সমস্যা নিয়ে দুই দিন ধরে সিএমএইচে আছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি তার শারীরিক পরীক্ষা করেন এবং দেখেন যে তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে। গত দুই দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই দিয়েছেন।তাই প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনও অবকাশ নেই বলে প্রশাসন তাদের বার্তায় স্পষ্ট করেছে।এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।’

You might also like