ইংল্যান্ড জনস্বাস্থ্য বিভাগের প্রতিবেদন: করোনায় বাংলাদেশীদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: বহুজাতিক ব্রিটেনে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকি ব্রিটিশ বাংলাদেশীদের, ইংল্যান্ড জনস্বাস্থ্য বিভাগের জাতীগত সংখ্যালঘু সম্প্রাদায়ের কোভিড আক্রান্ত সংখ্যা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্টে বলা হয় এই মৃত্যুঝুকি ব্রিটিশ শ্বেতাঙ্গদের তুলনায় বাংলাদেশী বংশোদ্ভূতদের বেলায় দ্বিগুন।
১৩ মে পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৭০৮ জনের মধ্যে মৃত্যুবরণ করেন ১৮২জন ব্রিটিশ বাংলাদেশী, এমন তথ্য প্রকাশ করা হয় রিপোর্টে। বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২০ থেকে ৬৪ বছর বয়সী ৫৯ জন এবং বাকী ১২২ জনের বয়স ছিলো ৬৪ বছরের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লন্ডনে বলে জানানো হয় রিপোর্টে।
এদিকে, কোভিড আক্রান্ত হয়ে অন্যান্য কমিউনিটির মধ্যে চাইনিজ ৯২জন, ভারতীয় ৭৪৬জন, পাকিস্তানী ৪৮৩জন, আফ্রিকান ৪৩০জন, ক্যারাবিয়ান ৭১৩জন ও অন্যান্য এশিয়ান কমিউনিটির ৪১২জন মৃত্যু বরণ করেন বলে উল্লেখ করা হয় ইংল্যান্ড জনস্বাস্থ্য বিভাগের ৮৯ পৃষ্টার ঐ রিপোর্টে।

You might also like