এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ইরান:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার রবিবার (১৯ মে) খারাপ আবহাওয়ার মধ্যে ‘দুর্ঘটনায়’ পড়েছে। প্রেসিডেন্টের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে অভিযানের নেমেছে ৪০টি অনুসন্ধানী দল।রোববার (১৯ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ইরানে আল জাজিরার প্রতিনিধি আলী হাসেম জানিয়েছেন, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে ৪০টি দল মোতায়েন করা হয়েছে। তাদের সাথে আটটি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনি। এর কারণ এ হতে পারে যে হেলিকপ্টারটি খুবই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। অথবা যেখানে বিধ্বস্ত হয়েছে, সেটির নেটওয়ার্ক ব্যবস্থা সবল নয়। তবে বাস্তবতা জানার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে।এর আগে প্রেসিডেন্ট রাইসি গতকাল শনিবার আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সাথে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। তন্মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে।যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে। সূত্র : আল জাজিরা

You might also like