করোনাঃ বাংলাদেশ “স্বজন” ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বিশ্ব ব্যাপী করোনা মহামারীর প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ “স্বজন” ফাউন্ডেশন এর উদ্দ্যেগে বিশ্ব “স্বজন” ফাউন্ডেশনের সহযোগিতায় তিন ধাপে সাধ্যমত সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্যের সিদ্ধান্ত গ্রহন করেছে।বিশ্ব “স্বজন” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম এ তথ্য নিশ্চিত করে মুঠোফনে বলেন, প্রথম ধাপ হতদরিদ্র, অসহায় ও পথচারীর মধ্যে ইফতার বিতরণ, দ্বিতীয় ধাপে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডাক্তার ও নার্সদের মধ্যে পিপিই প্রদান, তৃতীয় ধাপে অসহায় গরিবদের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরো জানান, প্রথম ধাপের ইফতার বিতরণকে করোনায় শহীদ ডাক্তার মুঈন উদ্দিন ‘র রুহের মাগফিরাত কামনায় উৎসর্গ করা হবে। ১৩ মে বৃহস্পতিবার বাদ আসর সিলেট শহরের মীরের ময়দান ফার্মিস গার্ডেন হোটেলের সামনে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ “স্বজন” ফাউন্ডেশন এর সকল স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন “স্বজন” ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক এডভোকেট আলা উদ্দিন, সহযোগী সমন্বয়ক ফার্মিস আক্তার।