গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজা উপত্যকা,ফিলিস্তিন: অবশেষে জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে এ চুক্তি কার্যকর হয়। এতে মধ্যস্থতা করছে কাতার। যদিও যুদ্ধবিরতিকে সামনে রেখে গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। পাওয়া গেছে হতাহতের খবরও। তাছাড়া যুদ্ধবিরতি শেষে আবারো গাজায় হামলা চালানো শুরু হবে বলে জানিয়েছে তেলআবিব।এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে প্রাথমিকভাবে ১৩ বেসামরিক জিম্মিকে মুক্ত করবে হামাস। এসময় কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা।

You might also like