দক্ষিণ সুরমায় ইফতার নিয়ে দিনমজুর কর্মহীনদের পাশে এন আর ডি ফাউন্ডেশন
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে গোটা পৃথিবীজুড়ে আজ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।ঝেঁকে বসেছে বাংলাদেশেও।কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।কঠিন এ দুযোর্গপুর্ণ মুহুর্তে উপস্থিত হয়েছে পবিত্র রমযান। এমন সময়ে কর্মহীন পথচারী দিনমজুর রিকশাওয়ালাদের পাশে ইফতার সামগ্রী নিয়ে দাড়িয়েছে সিলেটের দক্ষিণ সুরমার এন আর ডি ফাউন্ডেশন।ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খান রোজার শুরু থেকেই দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামে বিভিন্ন রাস্তা-ঘাটে ঘুরে ঘুরে রোজাদার কর্মহীন পথচারি ও রিকশাওয়ালাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করছেন।
তাঁর এমন মানবিক উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে গ্রামবাসীর কাছে।নাজিরুল ইসলাম খান বলেন, দেশের সব তরুণদের উদ্দেশ্য বলতে চাই, সবাইকে এক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে এবং বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসময় এন আর ডি ফাউন্ডেশনেরর সকল আজীবন সদস্য বৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।