দরদ দিয়ে মাতৃভাষার চর্চা করলে সর্বত্র চালু সম্ভব-ভাষাসৈনিক আব্দুল আজিজ

সত্যবাণী
সিলেট অফিসঃ
 সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ও প্রফেসর এমেরিটাস ভাষাসৈনিক মো. আব্দুল আজিজ বলেছেন, ‘‘সর্বস্তরে বাংলা ভাষা চালু এখন সময়ের দাবি। আমরা সেই লক্ষ্যেই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা সবাই প্রকৃত দরদ ও ভালোবাসা দিয়ে নিজের মাতৃভাষার চর্চা করলে তা সম্ভব। বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বর্তমান যাঁরা কাজ করছেন তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
২১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন ভার্সিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে আয়োজিত আলোচনায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকে ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘একুশ আমাদের জীবনকে নতুনত্ব দিয়েছে, দিয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। আমাদের এই সমৃদ্ধ উত্তরাধিকারকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা সৌভাগ্যবান যে, আমাদেরই আপনজন ভাষাসৈনিক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর এমেরিটাস মো. আব্দুল আজিজ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ১৯৫২ সালে তাঁর ভূমিকা এবং আজ তাঁর উপস্থিতি, আমরা সততই তাঁর দ্বারা অনুপ্রাণিত।’
অমর একুশের চেতনার ধারণ ও ঐতিহ্যকে সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করে ভিসি আরও বলেন, ‘‘ভাষা নিয়ে আমাদের সংগ্রাম সারা বিশ্বে অনন্য এক নজির স্থাপন করেছে। এই ভাষাকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে যাঁরা আত্নত্যাগ করেছেন তাঁরা জাতির সূর্যসন্তান। তাঁরা ছিলেন বলেই আজ আমরা গর্ব ভরে বাংলা ভাষায় কথা বলছি, যোগাযোগ করছি।’
রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভার্সিটির কোষাধ্যক্ষ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৪ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা। দিনটির তাৎপর্য তুলে ধরতে বর্তমান প্রাসঙ্গিকতায় ‘আমি, আমরা ও আমাদের একুশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস। আলোচনায় অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির সদস্যসচিব এবং ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশীষ রায়, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, ডেপুটি লাইব্রেরিয়ানসহ অন্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এরপূর্বে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিসি’র নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০টায় বটেশ্বরস্থ ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন যথাক্রমে ভিসি ও কোষাধ্যক্ষ। পরে ভিসি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় রোভার স্কাউটের সুসজ্জিত দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে।

You might also like