দু/এক বছরের মধ্যেই ওসমানী বিমানবন্দরের সমস্যা সমাধান হবে-বিমানমন্ত্রী

সত্যবাণী
সিলেট অফিসঃ
 বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কাজে ধীরগতির বিষয়টি অনিবার্য বাস্তবতা। আমাদের দেশেও ডলারসহ নানা আন্তর্জাতিক সংকট বিদ্যমান। এসব কারণেই সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে। তবে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ সমাপ্ত করার চেষ্টা চলছে।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী দু’এক বছরের মধ্যে সব সমস্যা সমাধান হবে।
তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত কার্গো টার্মিনালের কাজের খোঁজখবর নেন এবং সার্বিক দিক- নির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

You might also like