নগদ অর্থ পাচ্ছে ৫০ লাখ পরিবার, কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিসেবার দ্বারা ৫০ লাখ হতদরিদ্র সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
এছাড়া মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্বলিত বোতাম টিপে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ খ্রিস্টাব্দের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন- এই দুই মাস ৫০ লাখ পরিবার পাঁচ হাজার করে টাকা পাবে। বিকাশ, নগদ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে টাকা পৌঁছে যাবে।এ জন্য ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সহায়তার এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদের আগে পৌঁছে দেয়া হবে।