বোরো ধান বিক্রি করে ভালো দাম পাচ্ছে কৃষক : মন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন,কৃষকরা সফলভাবে বোরো ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।হাওরে শতভাগ এবং সারাদেশে ৪৮ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী।বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয় থেকে ধানের দাম ও কৃষির সমসাময়িক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, ‘আপনারা জানেন বোরো আমাদের প্রধান ফসল। দ্বিতীয় হলো আমন ও তৃতীয় হলো আউশ। আমনে আমরা এক কোটি ৫০ লাখ টন বা এর কমবেশি উৎপাদন পেয়ে থাকি। আউশে ৩০ লাখ টন বা এর বেশি উৎপাদন পেয়ে থাকি। তবে মোট উৎপাদনের ৬০ ভাগ বোরো থেকে আসে। বোরোর উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলাম। তখন আমাদের ধারণা ছিল না যে দেশ করোনায় আক্রান্ত হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশও স্থবির রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, ‘সারাদেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাওরে শতভাগ এবং সারাদেশে ৪৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষি বিভাগের তথ্য থেকে জানা গেছে, কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন।’

You might also like