রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১১৩৭ টন পণ্য পৌঁছেছে মোংলা বন্দরে

নিউজ ডেস্ক
সত্যবাণী

বাগেরহাট: পাবনার ঈশ্বরদী এলাকায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে । আজ রোববার দুপুরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে । এর আগে ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এই জাহাজটি।জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্রে ব্যবস্থাপক বিপ্লব খান বলেন, জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মেশিনারি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাস করে জেটির শেডে রাখা হচ্ছে। খালাস শেষে এসব মেশিনারিজ সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে বলে তিনি জানান।

You might also like