সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১

নিউজ ডেস্ক
সত্যবাণী

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণ গেছে, এতে আহত হয়েছেন ১১ শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায়। নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) । পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করেছে।আলামিন সরদার নামে শ্রমিককে তালা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায় । ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থল সাইদুর ও মনি নিহত হয়।স্থানীয়রা জানান সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারণের জন্য রাস্থা খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে পেষ্ট মার্টেমের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

You might also like