স্মরণে ২১ আগস্ট: স্বাধীনতা বিরোধী ও বোমাবাজদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ২০০৪ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট আ’লীগ সভানেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী কর্তৃক বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ মিছিল করেছে সিলেট নগর আ’লীগ।২১ আগস্ট সোমবার দুপুরে নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে নগরির চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ২০০৪ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী বর্বরোচিত গ্রেনেড হামলা করে। সেদিন বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় নেতা-কর্মীরা মানব দেয়াল সৃষ্টি করে জননেত্রীকে রক্ষা করে। ওরা আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করে। আমাদের সজাগ থাকতে হবে বিএনপি-জামায়াত গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টিতে সক্রিয় হয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধী চক্র ও নৈরাজ্য সৃষ্টিকারী বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।

অধ্যাপক জাকির বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। তিনি বলেন, তৎকালীন সময়ে বাংলা ভাই, শায়েখ রহমানের নেতৃত্বে সারা দেশে বোমার আস্তানা তৈরি করা হয়েছিল। ওই বছর জঙ্গিগোষ্ঠী সিলেটে দরগাহে শাহজালাল দরগাহ (রহঃ)’র ওরশে এবং ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করে। টিলাগড়ে বদরউদ্দিন আহমদ কামরানকে হত্যার চেষ্টা করা হয়। একই বছরের ৭ আগস্ট গুলশান সেন্টারে বোমা হামলা করে ইব্রাহিম ভাইকে হত্যা করে। অনেকের সাথে আমিও সেদিন আহত হয়েছিলাম। এখনো আহতরা স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। এভাবে বারবার গ্রেনেড হামলার পরও আ’লীগ রাজপথ ছাড়ে নাই। নগর আ’লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, মোঃ সানাওর, বিধান কুমার সাহা, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট সালেহ আহমেদ সেলিম, ডাঃ আরমান আহমদ শিপলু, খন্দকার মহসিন কামরান, আব্দুর রহমান জামিল, সেলিম আহমদ সেলিম, আজিজুল হক মঞ্জু, রজত কান্তি গুপ্ত, ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সোয়েব আহমদ প্রমুখ।

You might also like