অক্সফোর্ডের টিকা বিলম্বের আশঙ্কা, বিদেশি ২ প্রতিষ্ঠানের সাথে বৃটেনের চুক্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ আগামী সেপ্টেম্বরের আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকা প্রস্তুত নাও হতে পারে। এমন আশঙ্কার মাঝে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে কাজ করা বিদেশি দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বৃটিশ সরকার।এর মধ্যে জার্মান সংস্থা বায়োএনটেক ও মার্কিন প্রতিষ্ঠান পিফাইজারের পরীক্ষামূলক টিকাটির ৩ কোটি ডোজ ও ফরাসি প্রতিষ্ঠান ভালনেভার পরীক্ষামূলক টিকাটির ৬ কোটি ডোজ পাওয়ার চুক্তি হয়েছে। এর আগে বৃটিশ সরকার অক্সফোর্ডের টিকাটির ১০ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছিল সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে। এছাড়া, গত জুন থেকে মানবদেহে পরীক্ষা শুরু হওয়া ইমপেরিয়াল কলেজ লন্ডনের টিকাটির জন্যও সরকারের চুক্তি রয়েছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।বৃটিশ বাণিজ্যমন্ত্রী অলক শর্মা বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের বাঁচাতে একটি কার্যকরী টিকা পাওয়ার সেরা সুযোগ নিশ্চিত করতেই নতুন দু’টি চুক্তি করা হয়েছে। তবে এ চুক্তির ঘোষণা এমন সময় এসেছে যখন, সরকারের টিকা বিষয়ক টাস্কফোর্স সোমবার জানিয়েছে, অক্সফোর্ডের টিকাটি সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুত নাও হতে পারে। যদিও করোনার চিকিৎসায় সম্ভাব্য টিকার মধ্যে এটি অনেক দূর এগিয়ে রয়েছে। এদিকে, সরকারের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন, তারা ৮০ শতাংশ নিশ্চিত যে, শরতের মধ্যেই টিকাটি ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন তারা।বৃটেনের টিকা বিষয়ক টাস্কফোর্সের প্রধান কেট বিংহাম সোমবার প্রত্যাশা প্রকাশ করে জানান, অক্সফোর্ডের টিকাটি চলতি বছরের মধ্যে প্রস্তুত হয়ে উঠবে।তবে,বছর শেষ হওয়ার আগে টিকাটি কার্যকর কিনা তা প্রমাণের জন্য পর্যাপ্ত উপাত্ত পাওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।আজ সোমবার টিকাটির প্রথম ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে এই ফলাফলের মাধ্যমে, টিকাটি জীবন বাঁচাতে কার্যকর কিনা তা নিশ্চিত হওয়া যাবে না। অর্থাৎ, এটি উৎপাদনের জন্য অনুমোদন পাবে না

You might also like