অঘোষিত ধর্মঘটে যাত্রীরা দুর্ভোগে সিলেট-ময়মনসিংহ রুটে ৫ দিন ধরে চলছে না বাস!

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নতুন বাস নামানোকে কেন্দ্র করে জটিলতায় ৫ দিন ধরে বন্ধ রয়েছে সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা। অনেকে বিষয়টি না জানায় বাস কাউন্টারে গিয়ে হতাশ হয়ে ফিরছেন।সিলেট জেলা বাস মালিক সমিতি সূত্র গণমাধ্যমকে জানায়, সিলেট থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে চলাচল করে বাস। এ রুটে চলাচলকারী বাসের মধ্যে সিংহভাগই ময়মনসিংহ ও কিশোরগঞ্জ বাস মালিক সমিতির। কিছুসংখ্যক বাস আছে সিলেটের।সম্প্রতি সিলেট জেলা বাস মালিক সমিতি এ রুটে দু’টি নতুন বাস নামাতে চায়। কিন্তু কিশোরগঞ্জ ও ময়মনসিংহ বাস মালিক সমিতি এর বিরোধিতা করে। এরই প্রেক্ষিতে সিলেট জেলা বাস মালিক সমিতি এ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। গত ২ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিলেট-ময়মনসিংহ রুটে যতো বাস চলে, এর বেশিরভাগই ময়মনসিংহ অঞ্চলের। ঈদ এলে যাত্রীদের বেশি চাপের কারণে আমাদের কিছু বাস চলে। কয়েকদিন আগে আমাদের সমিতির সভাপতির ভাগ্নে দু’টি বাস এ রুটে নামাতে চান। এতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ বাস মালিক সমিতি আপত্তি জানায়। এরফলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।’ পলাশ জানান, বিষয়টি নিয়ে বাস মালিক সমিতিগুলো আলোচনা করছে। শিগগিরই সমাধান হতে পারে।এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। বিষয়টি না জানায় টিকেট কাউন্টারে গিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।সিলেটের বিশ্বনাথের বাসিন্দা জয়নাল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘জরুরি কাজে ময়মনসিংহে যেতে শনিবার বাস কাউন্টারে যাই। গিয়ে দেখি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন পড়েছি বিপাকে। এভাবে অঘোষিত ধর্মঘট ডেকে যাত্রীদের দুর্ভোগে ফেলার কারণ কী?’

You might also like