অটোরিকশায় ভোগান্তির শিকার সুনামগঞ্জ পৌরবাসী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জ পৌরশহরে নিবন্ধিত অটোরিকশার সংখ্যা মাত্র ৭৫০টি। কিন্তু চলাচল করছে ৫ হাজারেরও বেশি। ফলে শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তির শিকার হচ্ছেন লক্ষাধিক মানুষ।সুনামগঞ্জ পৌরসভার আয়তন ২২.১৭ বর্গকিলোমিটার। ২০০৯ সালে সর্বপ্রথম এই জেলার পৌরশহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। সময়ের পরিক্রমায় এখন শহর দখল করে রেখেছে ব্যাটারিচালিত এসব অটোরিকশা। পৌরশহরের আলফাত স্কয়ার পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট, ডিএসরোড, পুরাতন বাস স্টেশন, কোর্ট পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিবন্ধনহীন এসব অটোরিকশার বিশৃঙ্খলভাবে চলাচলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন জেলার সাধারণ মানুষ।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২০১০ সালে ৩৫০টি অটোরিকশা জেলা শহরে চলাচলের অনুমতি দেয় পৌর কর্তৃপক্ষ, এরপর ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত আরও ৪শ’ টি অটোরিকশার অনুমোদন দেয়া হয়। কিন্তু গত ১৩ বছরে পৌরশহরে নিবন্ধিত ৭৫০টি ছাড়াও অবৈধভাবে ৫ হাজার অটোরিকশা চলাচল করছে। ফলে সময়ের ব্যবধানে ভাটির শহর এখন যানজটের শহর হিসেবে পরিচিতি পেয়েছে।যানজটের কবলে পড়ে ৫ মিনিটের গন্তব্যে যেতে হচ্ছে আধ ঘন্টায়। ফলে অনেকে নিরুপায় হয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন।জনৈক পৌর বাসিন্দা বলেন, প্রতিনিয়ত শহরে যানজট লেগে আছে। কোনো জায়গায় সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হয় না এই জটের কারণে।আরেক পৌরবাসি গণমাধ্যমকে বলেন, শহরে অতিরিক্ত অটোরিকশা। এগুলোর কারণে প্রতিনিয়ত যানজট হচ্ছে। এতে আমরা ভোগান্তিতে রয়েছি। শহরকে সুন্দর করতে হলে যানজটমুক্ত করতে হবে।তাহিরপুর উপজেলা থেকে শহরে আগত এক ব্যক্তি বলেন, বিশেষ গুরুত্বপূর্ণ কাজে জেলা সদরে এসেছিলাম। কিন্তু যানযাজটের কারণে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছুতে না পারায় কাজটি হয়নি। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত ও অটোরিকশা নিয়ন্ত্রণে নিয়ে আসলে যানজট কমবে।সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ জানান, শহরে লাইসেন্সবিহীন যে অটোরিকশাগুলো চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। এগুলোর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলেই শহরে যানজট কমে আসবে।যানজটের দায় স্বীকার করে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত জানান, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে শহরে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। লাইসেন্সবিহীন অটোরিকশাগুলোকে শিগরিরই আইনের আওতায় আনা হবে।

You might also like