অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তার আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।দিন যত যাচ্ছে পদত্যাগের তালিকা তত লম্বা হচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।অ্যাটর্নি জেনারেল অফিসে বৃহস্পতিবার (৮ আগস্ট) এস এম মুনীর এ পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগ করার বিষয়টি এস এম মুনীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।

You might also like