অধ্যাপক মোজাফফর আহমদের শততম জন্মদিন আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রধান, অধ্যাপক মোজাফফর আহমদের শততম জন্মদিন আজ। তিনি ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন।

মোজাফফর আহমদ দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। জেল-জুলুম, নিপীড়ন উপেক্ষা করে তিনি ব্রিটিশ-পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬’র ৬ দফা আন্দোলন সর্বোপরি ৭১-এর মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুধু মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নয় আন্তর্জাতিক পরিসরেও মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। তখন সোভিয়েত ইউনিয়নসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশের বিশ্ব বরেণ্য নেতাদের সাথে দেখা করে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সমর্থন ও সহযোগিতা আনতে সক্ষম হয়েছিলেন। মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল তার লক্ষ্য এবং রাজনৈতিক দর্শন। ছিল ‘ধর্ম কর্ম গণতন্ত্রের নিশ্চয়তাসহ সমাজতন্ত্র’ প্রতিষ্ঠা।অধ্যাপক মোজাফফর আহমদ ২০১৯ সালের ২৩ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

You might also like