অনুপ্রবেশকারীরাই আপনার ভোটব্যাংক, মমতাকে অমিত শাহ
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে আগত অনুপ্রবেশকারীরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, অনুপ্রবেশকারীরাই আপনার ভোট ব্যাংক। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন।বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজ্যটির হরিরামপুরে এক নির্বাচনি সভায় এসব কথা বলেন অমিত। সভায় তিনি দলের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনের নির্বাচনকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার কারণে সভায় মাত্র ৫০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
সেখানে তিনি বলেছিলেন, দিদির কাজের খতিয়ান বলে কিছু নেই। ওনার ভাষণ শুনুন। ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) ও আমাকে গালিগালাজ করেন। বলেন বহিরাগত, বহিরাগত আর বহিরাগত।অমিত শাহ আরও বলেন, আমি এদেশে জন্মেছি ও বড় হয়েছি। আমার মৃত্যু যেন এই পবিত্র ভূমিতে হয় এবং আমি এখানেই চিতায় ভস্ম হতে চাই। আমি বহিরাগত নই।মমতার উদ্দেশে অমিতের বক্তব্য, আপনার ভোট ব্যাংকের পুরোটাই অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন। অনুপ্রবেশকারীদের তৃণমূল আটকাতে পারবে না, কমিউনিস্ট-কংগ্রেসও পারবে না। কারণ এই অনুপ্রবেশকারীরা তিনটি দলের ভোট ব্যাংক।এরপরই অমিত শাহ দাবি করেন, ২ মে বিজেপি সরকার বানান। আমরা এমন একটি সরকার গড়ব যেখানে ব্যক্তি বা মানুষ তো দূরের কথা, পতঙ্গও সীমান্তে পা ফেলতে পারবে না। বিজেপির সংকল্প বাংলায় অনুপ্রবেশকারীদের আটকানো, যা সুনিশ্চিত।এছাড়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিষয়ে বিজেপি সরকারের অবস্থান অটল বলে জানান অমিত শাহ। তিনি মনে করেন, মতুয়া, নমশূদ্রদের নাগরিকত্ব পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, মমতা দিদি আপনার সময় সমাপ্ত। বিজেপি সরকার আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি,ওই সম্প্রদায়দের নাগরিকত্বের পাশাপাশি তাদের যথাযথ সম্মান দেব।