অনেক সমীকরণের দিনে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে রোববার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।অনেক সমীকরণের এই ম্যাচটি অ্যাডেলেইডে শুরু হচ্ছে সকাল ১০টায়।দুই দলের টিকে থাকার জন্যই ম্যাচে জয় জরুরি। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে দুই দলের। তবে, সেটি ধরে রাখতে হলে রোববার ভোরের ম্যাচটির ফল গুরুত্বপূর্ণ।সকালে নেদারল্যান্ডসের মোকাবিলা করছে সাউথ আফ্রিকা। সকাল ৬টায় একই ভেন্যুতে হবে ম্যাচ। ওই ম্যাচে সাউথ আফ্রিকা জিতে গেলে গ্রুপের শীর্ষে পৌঁছে যাবে তারা। তখন বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই পেতে হবে বড় ব্যবধানের জয় ও অপেক্ষায় থাকতে হবে জিম্বাবুয়ের কাছে ভারতের হারের।

বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। যা কি না, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির সেরা পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সুখবর রয়েছে টাইগারদের জন্য।চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিটন দাস। রোববারের ম্যাচে খেলছেন তিনি। বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। এবাদত হোসেনকে শেষ ম্যাচে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম।অন্যদিকে, চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও জিম্বাবুয়ের কাছে হতাশার হারের পর সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ম্যাচটি জিততে মরিয়া পাকিস্তানও। ভারত ও সাউথ আফ্রিকার হারে, সেমির আশা জাগবে পাকদের।সব মিলিয়ে ১৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৯টি ম্যাচে জিতেছে, ৯১টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

You might also like