অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা-আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন কামনা করেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।বৈঠকে আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।উপদেষ্টা জাতিসংঘের ঢাকা কার্যালয়ের সকলকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন।তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।লুইস স্বাধীন তদন্ত, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষার জন্য আরও সমর্থনের জন্য দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন।তারা অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে চলমান জাতিসংঘের মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।