অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে যে কোন অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে সরকার আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। এখন আর কোন অপরাধী অপরাধ করে ছাড় পায় না। অপরাধী যতই প্রভাবশালী হোক, দলীয় পরিচয় থাকলেও রেহাই দেয়নি সরকার।’
আজ বুধবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আইনের এ বিধান কার্যকর হলে ঘৃণ্য অপরাধ প্রবণতা কমবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরেই চালু হয়েছিলো, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার।সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দান বন্ধ করতে হবে।অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের পথও চিরতরে বন্ধ করার আহবান জানান ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের দেশের অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব থেকে ইতিবাচক ধারায় ফিরছে বলেও মন্তব্য করেন।