অপারেশন কোন্টিনামঃ ৬ জন গ্রেফতার ও মাদক জব্দ
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ মহামারীর কারণে টাওয়ার হ্যামলেটসে অপরাধ দমনে আমাদের প্রচেষ্টা থেমে নেই।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন আবাসিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ ক্লাস এ ড্রাগস জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৩০ বছর এবং মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগের তাদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, আমরা এটা ভালোভাবেই অবগত আছি যে, মাদক কেনাবেচা ও গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা নিয়ে আমাদের বাসিন্দা উদ্বিগ্ন। এজন্য বারায় মাদকের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।টাওয়ার হ্যামলেটস বারাকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে অমি বদ্ধপরিকর এবং যারা বেআইনী কার্যকলাপের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশের সহযোগিতায় আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো।ডিটেক্টিভ ইন্সপেক্টর সীন লিয়নস বলেন, নেইবারহুডকে সকলের জন্য নিরাপদ করতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।কাউন্সিল,মেট পুলিশ ও হাউজিং এসোসিয়েশনগুলোর সমন্বয়ে গঠিত অপরাশেন কোন্টিনাম এর অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।ড্রাগ বা মাদক কেনাবেচা বন্ধ করতে এবং বারাকে নিরাপদ করার লক্ষ্যে এই পার্টনারশীপ গড়ে তোলা হয়।