অপারেশন হিল সাইড নতুন আস্তানা খোঁজে আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে পুলিশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরো জঙ্গি আস্তানার সন্দেহ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দল।কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, আটক কয়েকজন জঙ্গিকে সঙ্গে নিয়ে ১৫ আগস্ট মঙ্গলবার সকালে সিটিটিসি’র প্রধান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়। তিনি গণমাধ্যমকে বলেন, নতুন আস্তানার সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাব। অভিযানে নতুন দু’টি আস্তানার সন্ধান মিলেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দুপুর ২টায় কালাপাহাড়ে অভিযান চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানে জঙ্গিদের দেখানো তথ্যানুযায়ী কালা পাহাড়ের মাটির নীচ থেকে ৬ কেজি বিস্ফোরক, ১৪ রাউন্ড পিস্তলের গুলি এবং জঙ্গিদের নিকট থেকে নগদ ২ লাখ টাকা, বড় বড় কয়েকটি দা’ এবং ৯৫টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে সিটিটিসি জানিয়েছি।