অবরোধের তৃতীয় দিনে দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক
সত্যবাণী
সিলেট অফিসঃ বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন দুপুর থেকে সিলেট হতে নিয়মিত দূরপাল্লার বাস চলাচল করেছে। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর পৌণে ১২টার দিকে সিলেটের কদমতলি বাস টার্মিনাল থেকে কয়েকটি গাড়ি রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। সিলেট ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগ অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। আগের দু’দিনের চেয়ে অবরোধের তৃতীয় দিনে নগরিতে যানবাহনের সংখ্যা অনেক বেশী চোখে পড়েছে। রিকশা অটোরিকশা চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে বাস ট্রাকের সংখ্যা তুলনামুলক কিছুটা কম ছিল।
বিভিন্ন মার্কেট, শপিংমলের কোন কোনটি খোলা থাকলেও সাধারণ দোকানপাট আগের দু’দিনের চেয়ে অনেক বেশী খুলেছে। নগরির বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানা এলাকায় ফূটপাত ব্যবসায়ীরা তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।