অবরোধের সমর্থনে নগর ও জেলা বিএনপি’র মিছিল

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেট নগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দিন ফুরিয়ে আসছে। শেষ সময়ের কঠোর আন্দোলনে জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ থেকে পিছু হঠার সুযোগ নেই। ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি ঘোষিত ৪৮ ঘন্টার রবি ও সোমবারের সর্বাত্মক অবরোধ সফল করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে।
৪ নভেম্বর শনিবার বিকেলে রোববার থেকে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে নগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা শাখার যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, মনজুর হোসেন মন্জু, শুইয়াব আহমদ শুয়েব, মিজানুর রহমান মিজান, আব্দুল আজিজ লাকি, মামুন ইবনে রাজ্জাক রাসেল, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাশু, আব্দুল মালিক শেকু, আব্দুস সবুর রাসেল, লোকমান আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, জামাল আহমদ, আব্দুল আজিজ, উজ্জল রঞ্জন চন্দ্র, আব্দুল মুমিন, আবুল মুনতাসীর চৌধুরী সাব্বিহ, সালেক আহমদ, ইফতেখার আহমেদ পাবেল, যুবদল নেতা মইনুল ইসলাম, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, মেহরাজ ভূইয়া পলাশ, রাকিবুল হাসান হারুন ও সাদিকুর রহমান বাচ্চু প্রমূখ।
জেলা বিএনপির বিবৃতি
এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ মুক্তিকামী সিলেটবাসীর আহবান জানিয়েছেন জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
পাশাপাশি দলের নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, নগর শাখার সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, কুহিনুর আহমেদ, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, লোকমান আহমেদ, ইসমাইল হোসেন সেলিম, মনিরুল ইসলাম তুরন, শাকিল মোর্শেদ, মকসুদ আহমেদ, আফসর খান, আরাফাত চৌধুরী জাকি, ফজলে রাব্বী চৌধুরী আফসান, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, সুহেল ইবনে রাজা, আব্দুস সালাম টিপু, তোফায়েল আহমদ, আজিজ খান সজিব, শাহ মোফাজ্জল মূর্শেদ, রায়হান ইসলাম, আশিকুর রহমান তারেক, ইমরান হোসেনসহ সকল নেতাকর্মীর উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে এ পর্যন্ত গ্রেফতার ২৫ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন তারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার কোন বিকল্প নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসীও ভালো নেই।
দীর্ঘ সময় থেকে চলতে থাকা জুলুম-নির্যাতন থেকে বাঁচতে নিজেরা কষ্ট সহ্য করেও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবিতে অতীতের মতো চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসীকে বিএনপির পাশে থাকার আহবান জানান।

You might also like