অবশেষে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশে অবস্থান করা কর্মীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার।রবিবার থেকে পাওয়া যাবে নতুন ভিসা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল আবদুল মোমেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী। ফ্লাইট বন্ধ থাকায় আটকেপড়া কেউ সৌদিতে যেতে পারেননি। করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। কিন্তু যাওয়ার টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন তারা।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের কাছে প্রবাসীদের আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর আবেদন করা হয়েছে। আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সৌদি আরব আকামার মেয়াদ বাড়াতে বাংলাদেশের আবেদনের ব্যাপারে এখনো কিছু জানায়নি।এদিকে ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীরা টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বুধবারও বিক্ষোভ করেন।

You might also like