অবসরের ঘোষণা সাকিবের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সাকিব আল হাসান বর্তমানে আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন।এরই মাঝে দিলেন এক বিস্ফোরক খবর। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেইসঙ্গে টি-টোয়েন্টিতেও নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। এ সময় তিনি বলেন,আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেবো।সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলেছিলেন সাকিব। যা ছিল তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন সাকিব। রান করেছেন ৪ হাজার ৬০০ এবং বল হাতে নিয়েছেন ২৪২ উইকেট নিয়েছেন। এছাড়া টি-টোয়েন্টিতে খেলেছেন ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে ২ হাজার ৫৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট নিয়েছেন।

You might also like