অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় ওআইসি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ওআইসির হেড অব ইলেকশন ইউনিট সাকির মাহমুদ বান্দার সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসতে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন ও সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এখানে এসেছি ভোট পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সমর্থন করতে। আমরা চাই এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।এর আগে, সাকির মাহমুদের নেতৃত্বে ওআইসির তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খানসহ ইসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট হবে।