অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হবিগঞ্জে ২ লাখ টাকা জরিমানা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করে ২ লাখ টাকার জরিমানার পাশাপাশি জব্দ করা হয়েছে মাটিকাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর। চুনারুঘাট থেকে সংবাদদাতা জানান,১৬ আগস্ট বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।ইউএনও জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে বাঁধ কেটে মাটি-বালু উত্তোলন করায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও একটি ট্রাক্টর। ইউএনও বলেন, এক্সেভেটর ও ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে।ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ।

You might also like