অবৈধ বালু উত্তোলনে হুমকিতে হবিগঞ্জের ব্রিজ ও বাঁধ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপরে নির্মিত কাজিরখিল ব্রিজের ৫শ’ মিটারের ভেতর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এতে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও বাঁধ হুমকিতে পড়ছে। ব্রিজের এক কিলোমিটার এলাকা থেকে বালু উত্তোলন বেআইনি। কিন্তু একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।হবিগঞ্জ প্রতিনিধি জানান, চুনারুঘাটের চুরতা, দেউলগাঁও ও ইছাকুটা মৌজায় খোয়াই নদীর কিছু অংশ বালু উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে ইজারা দেয়া হয়। কিন্তু গড়গাঁও মৌজায় ইজারা না দেয়া হলেও সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ মৌজায় রয়েছে কাজিরখিল ব্রিজ।সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির মাত্র ৫শ’ মিটারের মধ্যে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে ব্রিজটি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ স্থানটির উল্টোদিকেই অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের হাওড় রক্ষা বাঁধ। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত বাঁধটিও এখন বালু উত্তোলনের কারণে হুমকিতে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ২৫ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরও বালু উত্তোলনের কাজ থামেনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে পাইনি এবং কোনো মেশিনও পাওয়া যায়নি। প্রয়োজনে সেখানে পুনরায় অভিযান চালানো হবে।

You might also like