অভ্যন্তরীণ ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া আড়াই হাজার টাকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) করোনাভাইরাস মহামারির মধ্যে বিভিন্ন বিমান সংস্থার অভ্যন্তরীণ গন্তব্যের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, বিমান সংস্থাগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩৫০০ টাকা এবং ঢাকা থেকে অন্যান্য গন্তব্যের জন্য সর্বনিম্ন ২৫০০ টাকা ভাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়।উড়োজাহাজের আসনের প্রকারভেদ, কতটি আসনের ভাড়া সর্বনিম্ন হবে তা সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ঢাকা থেকে অভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে ফ্লাইট চালু করা হয়েছে। আর ১৬ জুন থেকে ফের চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট।

You might also like