অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহত করুন:বাম গণতান্ত্রিক জোট

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।অদ্য ১মার্চ ২০২৩ইং গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায় ,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ,বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য ডাঃ হরিধন দাশ বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে রয়েছে এ অঞ্চলের গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক।গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি চর্চা ও বিকাশের অনন্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার পর বিনামূল্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চিন্তা উদ্ভট, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক -সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক ও শহীদ মিনারের চেতনা পরিপন্থী।নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহতের জন্য সিলেটের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।

You might also like