অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের যাত্রীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

সৈয়দপুর: পাইলটের দক্ষতায় রক্ষা পেয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭০ জন যাত্রী। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। তবে ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করান পাইলট।সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো যাত্রী আহত হননি। পরে পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান।ওই উড়োজাহাজের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলী আজগার জানান, উড়োজাহাজটি অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে।এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব ঘোষ জানান, ওই উড়োজাহাজের সামনের নোজ হুইল খোলার উপক্রম হলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

You might also like