অসুস্থ এমপি আতাউর রহমানকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বার্ধক্যজনিত কারণে অসুস্থ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।৮৩ বছর বয়সী এই সাংসদ বার্ধক্য এবং ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন।শুক্রবার (১০ জুলাই) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর
(আইএসপিআর)।সূত্র জানায়,তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

পারিবারের পক্ষ থেকে তার ছেলে সাবেক সংসদ আমানুর রহমান খান( রানা) জানান, শুক্রবার (১০ জুলাই) দুপুরের পর টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়ায় নিজ বাসায় আব্বা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ।পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে টাঙ্গাইল ষ্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে নেয়া হয়।উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ঘাটাইলে এমপি নির্বাচিত হন।

You might also like