অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কারো সামনেই জয়ের বিকল্প নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

মেলবোর্ন: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেমিফাইনালের দৌঁড়ে ভালোভাবে টিকে থাকতে কোন দলের সামনেই এ ম্যাচে ন জয়ের বিকল্প নেই।মেলবোর্নে সুপার টুয়েলভে গ্রুপ-১এ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।২টি করে খেলা শেষে সুপার টুয়েলভে গ্রুপ-১এর পয়েন্ট টেবিল জমে উঠেছে। সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। ২টি করে পয়েন্ট নিয়ে এক কাতারে শ্রীলংকা-ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আফগানিস্তান।এতে এই গ্রুপের ছ’টি দলের সেমিফাইনালে যাবার ভালো সুযোগ আছে। বাকী ৩ ম্যাচে পা ফসকালেই বিপদে পড়তে হবে দলগুলোকে। সেমিফাইনালের পথে ভালোভাবে টিকে থাকতে এখন জয়ের বিকল্প নেই দলগুলোর। গ্রুপের তৃতীয় রাউন্ড থেকেই বড় পরীক্ষায় নামতে হচ্ছে দলগুলোকে। তৃতীয় রাউন্ডেই দেখা হচ্ছে টুর্নামেন্টের দুই বড় দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।বড় হার দিয়ে এবারের বিশ^কাপ শুরু করে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে হারের বৃত্ত থেকে বের হয় অস্ট্রেলিয়া। এশিয়ার সেরা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় অসিরা। বোলারদের নৈপুন্যের পর ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন স্টয়নিস। ১৭ বলে অর্ধশতক করে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরি রেকর্ড গড়েন স্টয়নিস।
অন্য দিকে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে বিশ^কাপ শুরু করে ইংল্যান্ড। পরের ম্যাচে অঘটনের শিকার হয় তারা। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে যায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার-ইংল্যান্ডের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে ইংলিশরা। পঞ্চমস্থানে অস্ট্রেলিয়া। রান রেটের দিকে না তাকিয়ে প্রয়োজনীয় জয় তুলে নিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হারের স্মৃতি ভুলে আমরা এখন জয়ের মধ্যে আছি। এই ধারাটা ধরে রাখতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেমির পথে ভালোভাবে টিকে থাকতে হলে, জিততেই হবে। নয়তো পরের দিকে বড় চাপের মধ্যে পড়তে হবে। পরের ম্যাচের দিকে না তাকিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই মাঠে নামবো আমরা।’
এ দিকে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ডও। দলের টপ-অর্ডার ব্যাটার ডেভিড মালান বলেন, ‘আয়ারল্যান্ডের কাছে হারটি ভুলে গেছি আমরা। আমাদের সব মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সেটিই দেখিয়েছে তারা। আমরা নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা স্পিনার এডাম জাম্পার পর করোনায় আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েডের খেলা অনিশ্চিত। ওয়েড না খেললে বড় সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। দলে দ্বিতীয় উইকেটরক্ষক কেউই নেই। ইনজুরিতে পড়ে বিশ^কাপ দল থেকে ছিটকে পড়েন জশ ইংলিস। এখন ওয়েড খেলতে না পারলে উইকেটের পেছনে কাকে দায়িত্ব দেয়া হবে তা নিয়ে আলাদাভাবে টিম মিটিংয়ে বসতে হবে অস্ট্রেলিয়াকে। বিশ^কাপের আগের সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।টি-টোয়েন্টিতে ২৩বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের দিকেই। ১১ম্যাচে জিতেছে ইংলিশরা। ১০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, ক্যামেরুন গ্রিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়িনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

You might also like