অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা ঐক্য ন্যাপের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সহ-সভাপতি উদয়ন দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ বাবুল।
আজ রবিবার (৩০ জানুয়ারি) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গোলজার আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, শামসুল আলম চৌধুরী ছিলেন রাজনীতির ত্রিরত্ন। ৬০ দশকের ছাত্র ইউনিয়নের অবিসংবাদিত নেতা। বাঙালির স্বাধীকার থেকে স্বাধীনতা গৌরবের মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে গণতন্ত্রের সংগ্রামে সর্বত্রই ছিল তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকা। সমাজবদলের আন্দোলনে ছিলেন আমাদের পথপ্রদর্শক, আদর্শ। তাঁদের দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছে। তিনজনের দুজন আগেই চলে গেছেন। এবার ইকবাল আহমদ চৌধুরীও চলে গেলেন। একটা প্রজন্মের অবসান হতে চলেছে। যে প্রজন্ম বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের হিরকচূর্ণ। তাঁরা ছিলেন আমাদের আরেকটা প্রজন্মের বাতিঘর। আমাদের হৃদয়ে তাঁদের স্মৃতি অম্লান থাকবেই।নেতৃবৃন্দ প্রবীণ আদর্শ জনদরদী রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।