অ্যাপ থেকে মামলার সর্বশেষ তথ্য জানা যাবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মেলাতে এখন থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ফলাফল তাৎক্ষণিকভাবে জানার জন্য একটি অ্যাপের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অ্যাপটির নাম ‘সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ কজ লিস্ট’।সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান বিচারপতি অ্যাপটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটি প্রসঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘এই অ্যাপটি ব্যবহার করে বিচারপতি, আইনজীবীগ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ ব্যবহারকারী, সর্বপরি বিচারপ্রার্থী জনগণ সহজে অনলাইনে সুপ্রিম কোর্টের কার্যতালিকা ও মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। অ্যাপটি বর্তমানে গুগল প্লেস্টোরে উন্মুক্ত করা হয়েছে।তিনি আরও বলেন, ‘বিচারপ্রার্থী জনগণের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায়বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা আনতে সুপ্রিমকোর্ট বদ্ধপরিকর। যার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের তথ্য প্রযুক্তি শাখা ও নিম্ন আদালতের বিচারক মইন উদ্দিন কাদির এই অ্যাপটি নির্মাণ করেন।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘তথ্য প্রযুক্তির বিপ্লবের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই। ভিশন ২০২১ সালের অন্যতম প্রধান অংশ, ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষার পাশাপাশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জীবনধারার মান উন্নত করা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দোর গোড়ায় তথ্য এবং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট অনেক দূর এগিয়েছে।’
তিনি বলেন, বর্তমানে আপিল বিভাগে দুটি বেঞ্চ, একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ১৯টি দ্বৈত বেঞ্চ এবং ১৪টি একক বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করছে। কিশোরগঞ্জের নদী হাওর অঞ্চল এবং বিদেশে অবস্থান করেও আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে অংশ গ্রহণ করছেন। সে কারণেই এ অ্যাপটির মাধ্যমে বিচারপ্রার্থী সাধারণ জনগণ ঢাকায় না এসে নিজ নিজ মামলা সার্চ করে মামলার হালনাগাদ এবং ফলাফলসহ সর্বশেষ তথ্যাদি তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই অ্যাপ যিনি তৈরি করেছেন তাকে ধন্যবাদ জানাই। সম্পূর্ণ বাংলদেশি প্রযুক্তিতে এটা তৈরি করা হয়েছে। এটা আমাদের এক বিরাট সাফল্য। ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহারের দ্বার উন্মোচন করেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশে আজ ডিজিটালাইজেশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকের এই আয়োজন প্রমাণ করে বিচার বিভাগও পিছিয়ে নেই। বিচার বিভাগের এই মহতি উদ্যোগ এবং জনগণের কাছে এই বিচার এবং বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা হিসেবে এই অ্যাপ উদ্বোধন করা হলো, সেটি একটি বিরল দৃষ্টান্ত। অ্যাপটির সাফল্য বিচার বিভাগের সাফল্যকে ত্বরান্বিত করবে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীরা এ ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

You might also like