আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ক্রিকেট: কয়েকদিন আগেই টেস্টের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করার জন্য চার ক্রিকেটারকে মনোনিত করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করার লক্ষ্যে চার ক্রিকেটারকে মনোনয়ন দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যে তালিকায় স্থান পেয়েছেন ওয়ানডের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।ওয়ানডে ক্রিকেটে ২০২১ সালের সেরা হওয়ার লড়াইয়ে সাকিবের সঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ইংল্যান্ডের জানেমান মালান ও আয়ার‌ল্যান্ডের পল স্টার্লিং।চলতি বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করার পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সে ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

এরপর জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত ছিলেন সাকিব। ১৪৫ রান করার সঙ্গে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। এছাড়া পুরো বছরজুড়ে নয়টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৭৭ রান। এদিকে বল হাতে ১৭ উইকেট শিকার করেছেন সাকিব। এতে করে ওয়ানডের বর্ষসেরার তালিকায় চলে আসেন তিনি।অন্যদিকে দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছয় ম্যাচে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। যেখানে দুটি সেঞ্চুরিও রয়েছে এই ডানহাতি ব্যাটারের। সেই সঙ্গে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন প্রোটিয়া ব্যাটার মালান। ৮ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার ডানহাতি এই ব্যাটার ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করেছেন তিনি।ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর পার করেছেন স্টার্লিং। এ বছর ১৪ ম্যাচ খেলে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। মনে রাখার মতো একটি বছর পার করায় সাকিব, বাবর ও মালানের সঙ্গে বর্ষসেরা হওয়ার দৌড়ে স্থান পান তিনি।

You might also like