আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ক্রিকেট: টি-টুয়েন্টির পর এবার বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গায় পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। এরপর পুরো বছরে য়টি ওয়ানডে খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ২৭৭ রান। এদিকে বল হাতে সাকিবের শিকার ১৭ উইকেট।

৫০ ওভারের ক্রিকেটে বরাবরই দুর্দান্ত মুশফিক। ২০২১ সালে ৯ ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ব্যাট হাতে জ্বলজ্বলে পারফরম্যান্সের সুবাদে হয়েছিলেন সিরিজ সেরাও। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরো বছরে ১০ ম্যাচে ৫.০৩ ইকনোমিতে ১৮টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন আয়ারল্যান্ডের সিমি সিং এবং শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা।বর্ষসেরা ওয়ানডে দলের ওপেনার হিসেবে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লি এবং দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। তিনে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আইসিসির দলটির অধিনায়ক হিসেবেও রাখা হয়েছে তাকে।চারে রয়েছেন আরেক পাকিস্তানি ফখর জামান। পাঁচে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।

 

You might also like