আই এস গার্ল শামীমার আপিল খারিজ, যুক্তরাজ্যে ফেরার নিষেধাজ্ঞা বহাল থাকবে

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া শামিমা বেগম তার নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।

বিচারপতি মিঃ জে এর  আদেশ অনুযায়ী, শামিমার যুক্তরাজ্যে ফেরার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। ১৫ বছর বয়সে যুক্তরাজ্য ছেড়েছিলেন তিনি।

আইএসে যোগ দেওয়ার পর ওই গোষ্ঠীর এক যোদ্ধাকে বিয়ে করেন। তিনি তিন সন্তানের জন্ম দেন, যাদের প্রত্যেকেই মারা গেছে।

২০১৯ সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামিমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেন। একইসঙ্গে তার দেশে ফেরার পথও বন্ধ হয়ে যায়।  ওই বছরের জুনে শামিমা মন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন।  

You might also like