আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির আগস্টের কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ উপ-কমিটির এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমের সভাপতিত্বে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ গৃহীত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আগামী ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস, ২৪ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির অংশগ্রহণ এবং আগামী ২২ আগস্ট ২০২২ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়।সভায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ে জড়িত খুনিদের যারা এখনও বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার এবং বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে জড়িত নেপথ্যের কুশিলবদের বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, খ ম হাসান কবির আরিফ, ডা. এম. এ. আওয়াল, নজীব আহমেদ, আ ন ম হারুন অর রশিদ, শাহজাহান ইসলাম কচি, রিয়াজ বাবু, রুহুল মুরসালিন রিপন শিকদার, মাকসুদুল আলম ডাবলু, কাওছারউজ্জামান মামুন ও আবুল কালাম আজাদ ইলিয়াস।

You might also like