আগামীকাল ৩ মে ভাষাসৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক গণমানুষের নেতা সৈয়দ আশরাফ হোসেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামীকাল ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক গণমানুষের নেতা সৈয়দ আশরাফ হোসেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী।তিনি ১৯২৯ সালের ১৩ ডিসেম্বর পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।পার্লামেন্টে কিংবা জনতার আন্দোলনের কাতারে সৈয়দ আশরাফ হোসেন ছিলেন নির্ভীক কান্ডারী।প্রগতিশীল চিন্তা-চেতনার সংগঠন ১৯৫১’র যুবলীগ গঠন,১৯৫২’র ভাষা আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলন,১৯৫৪’র যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা, ১৯৫৭’র কাগমারী সম্মেলন,ন্যাপের প্রতিষ্ঠিা,১৯৬২’র আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৫’র প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়লাভ, প্রাদেশিক পরিষদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন, ১৯৬৭ সালে বিরোধীদলীয় উপনেতা হিসেবে পার্লামেন্টে মণি সিংহ এবং শেখ মুজিবের মুক্তি দাবি,১৯৬৯ ও ৭০’এর গণঅভ্যুত্থান, ১৯৭১’র মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আন্দোলনে সর্বত্রই তিনি ছিলেন পুরাধাদের একজন।সততা,ত্যাগ,আদর্শ ও দেশপ্রেমের বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জননেতা সৈয়দ আশরাফ হোসেন।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এই সংগ্রামী নেতার ১৩তম মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ৩ মে বিকাল ৩টায় এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করেছে।

 

You might also like