‘আগামী মাসে ২ কোটি মানুষকে টিকা দেয়া হবে’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেপ্টেম্বরে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে।তিনি বলেন, করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সে চেষ্টাই করছি। বর্তমানে করোনায় মৃত্যু এবং সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল আছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। এই ভালো থাকার জন্য সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। হেফাজতে ইসলামের মাধ্যমে সরকার হঠানোর চেষ্টা করা হয়েছে। বিএনপি জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রমুখ।

You might also like