আগামী স্বাধীনতা দিবসেই বধ্যভূমির রাস্তা-শৌচাগার উদ্বোধন হবে-মেয়র

সত্যবাণী
সিলেট অফিসঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেই শহরতলীর সালুটিকর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যানের রাস্তা-অফিস এবং উন্নত শৌচাগার উদ্বোধন করা হবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
১ মার্চ শুক্রবার সকাল ১১টায় সালুটিকর বধ্যভূমিতে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়া একটি অত্যন্ত গর্বের বিষয়। দেশ-মাতৃকার মুক্তির জন্য যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জীবনবাজী রেখে লড়াই করতে করতে হাসিমুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাই, তেমনি শ্রদ্ধা জানাই তাদের উত্তরসুরীদের প্রতিও।
মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার দাবির পরিপ্রেক্ষিতে সিসিক মেয়র তার বক্তব্যে বলেন, এ বধ্যভূমিতে হত্যা করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এখানে নির্মিত হয়েছে শহীদ স্মৃতি উদ্যান। এই উদ্যানে প্রবেশের যে রাস্তা আছে তা সংস্কারের মাধ্যমে আরও উন্নত করা জরুরী। এছাড়াও উদ্যানে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ নাগরিক বা শহীদ পরিবারের সদস্যদের সুবিধার জন্য উন্নত শৌচাগার এবং উদ্যান পরিচালনা সংক্রান্ত কাজের সুবিধার জন্য একটা অফিস স্থাপনও জরুরী। অতি প্রয়োজনীয় এ কাজগুলো সমাপ্ত করে অবশ্যই আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উদ্বোধন হবে ইনশাল্লাহ। মেয়র তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শুরুতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অব. আব্দুস সালাম বীরপ্রতীক, আওয়ামী স্বেচ্ছা-সেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি আফসার আজিজ, শ্রীনিবাস চক্রবর্তী, বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নীলাঞ্জনা জুই, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

You might also like