আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে হাত-পা বেঁধে ডাকাতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে দুই মোটরসাইকেল আরোহীর হাত-পা বেঁধে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি। ৮ এপ্রিল শনিবার দিবাগত রাত ১০টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়কের জিংড়ি বিবিরপাড় তালাব (পুকুর) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জহুর হোসেন মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও আলফু মিয়ার ছেলে ওয়াদুদ মিয়া (২৫) মোটর সাইকেলযোগে বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজার থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পুর্ব থেকে উঁৎ পেতে থাকা মুখোশধারী ৬/৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের পথরোধ করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এ সুযোগে ডাকাত দল জুয়েল এবং ওয়াদুদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা হাত-পা বাঁধা অবস্থায় জুয়েল এবং ওয়াদুদকে টেনে-হেঁচড়ে রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে কৃষি জমিতে ফেলে দিয়ে বানিয়াচংয়ের দিকে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তারা কোনরকমে রাস্তায় এসে অন্য পথচারীদের সহযোগিতায় তাদের স্বজনদের খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ এবং বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, ঘটনাস্থলটি বানিয়াচং থানার অর্ন্তগত। বানিয়াচং থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদল তাদের হাত-পা বেঁধে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

You might also like