আজারবাইজানে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
আজারবাইজান সামরিক আক্রমণ চালিয়ে বিচ্ছিন্ন নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নেয়ার পর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। আর্মেনিয়ান সরকার বলেছে, ১৩ হাজার ৩৫০ জন শরণার্থী ছিটমহল থেকে দেশে প্রবেশ করেছে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই এলাকায় জাতিগত নিধন চলছে।
এদিকে কারবাখের প্রধান শহর স্টেপানাকার্টে গতকাল সোমবার ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।